ঢাকা, ২২ জুন, ২০১৬ইং (বাংলা-নিউজ টুয়েন্টিফোর ডটকম): ২৩ জুন আন্তর্জাতিক সিভিল সার্ভিস দিবস উপলক্ষে দাপ্তরিক সেবা মানুষের দোরগোড়ায় নিয়ে আসার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি(বিআরটিএ)। এদিন রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউতে মোটরসাইকেলের স্পট রেজিস্টেশন দেয়া হবে। সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত এই সেবা দেয়া হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিআরটিএ এই তথ্য নিশ্চিত করেছে।
এ বিষয়ে বিআরটিএর পরিচালক (অপারেশন) মুহাম্মদ শওকত আলী বলেন. ‘স্পটে মোটরসাইকেল রেজিস্ট্রেশন এই প্রথম। এই উদ্যোগে সাড়া পাওয়া গেলে ভবিষ্যতে এমন স্পট রেজিস্ট্রেশনের উদ্যোগ নেয়া হবে। ২৩ জুন মানিক মিয়া অ্যাভিনিউতে বিআরটিএর একাধিক টিম মোটরসাইকেল মালিকদের সেবা দিতে প্রস্তুত থাকবে।’
বিআরটিএর পক্ষ থেকে বলা হয়েছে আগ্রহীসেবাগ্রহীতাগণ মোটরসাইকে রেজিস্টেশনের প্রয়োজনীয় কাগজপত্র ও মোটরসাইকেলসহ নির্ধারিত সময়ের মধ্যে হাজির হয়ে মোটরসাইকেলের রেজিস্টেশন করাতে পারবেন। স্পটে রেজিস্টেশন করাতে মোটরসাইকেল কেনার সকল কাগজপত্র, জাতীয় পরিচয়পত্র, তিন কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আসতে হবে। মোটরসাইকেলও আনতে হবে। ব্যক্তিগত মোটরসাইকেল না হলে প্রতিষ্ঠানের প্যাডে মালিকানার সনদ আনতে হবে। টাকা জমা দেওয়া যাবে, নিকটস্থ ব্যাংকের শাখায় কিংবা বুথে।
নির্ধারিত ব্যাংকের নিকটস্থ শাখা ও বুথের ঠিকানা পাওয়া যাবে www.brta.gov.bd এই ওয়েবসাইটে। এছাড়াও মানিক মিয়া অ্যাভিনিউতে স্থাপিত এনআরবি ব্যাংকের একটি বিশেষ বুথেও প্রযোজ্য ফি জমা দেয়া যাবে।
১০০ সিসির বেশি মোটরসাইকেল নিবন্ধনে ১২ হাজার ৭৩ টাকা লাগবে। ১০০ সিসি পর্যন্ত লাগবে ৯ হাজার ৭৩ টাকা।
স্পটে রেজিস্টেশন করতে যেসব কাগজপত্র লাগবে
১. মালিক ও আমদানিকারক/ডিলার কতৃক যথাযথভাবে পূরণ ও স্বাক্ষর করা নির্ধারিত আবেদনপত্র।
২. মালিকের ৩ কপি সদ্য তোলা স্ট্যাম্প সাইজের রঙিন ছবি
৩. বিল অব এন্ট্রি, ইনভয়েস, বিল অব লেডিং ও এলসিএ কপি ( ফটোকপি আমদানিকারক অথবা শো রুম মালিক কতৃক সত্যায়িত)
৪. সেলা সার্টিফিকেট/সেল ইন্টিমেশন/বিক্রয় প্রমাণপত্র
৫. প্যাকিং লিস্ট, ডেলিভারী চালান ও গেইট পাশ
৬. (ক) মূসক-১, (খ) মূসক-১১(ক) এবং (গ) ভ্যাট পরিশোধের চালান
৭. সিকেডি মোটরযানের ক্ষেত্রৈ বিআরটিএ’র টাইপ অনুমোদন ও অনুমোদিত সংযোজনী তালিকা
৮. রেজিস্ট্রেশন ফি জমাদানের রসিদ
৯. ব্যক্তি মালিকানাধীন আবেদনকারীর ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র/ পাসপোর্ট/ টেলিফোন বিল/ বিদ্যুৎ বিল ইত্যাদির যে কোন একটির সত্যায়িত ফটোকপি এবং মালিক প্রতিষ্ঠান হলে প্রতিষ্ঠানের প্যাডে চিঠি ।
১০. ১২৫ ও তদুর্ধ সিসি ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ৫০(পঞ্চাশ) টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গিকারনামা (অঙ্গিকারনামার নমুনা ওয়েবসাইটে ও স্পটে পাওয়া যাবে।)