ঢাকা, ১৪ অক্টোবর ২০১৫ (বাংলা-নিউজ টুয়েন্টিফোর ডটকম): আজ বুধবার দুপুরে সচিবালয়ে বেসরকারি শিক্ষা নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা ২০০৬ এর সংশোধন বিষয়ে আলোচনা সভায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য পিএসসির আদলে কমিশন গঠন করা হবে।
নুরুল ইসলাম নাহিদ বলেন, শিক্ষক নিয়োগের জন্য নতুন করে পিএসসি’র আদলে নিয়োগ কমিটি গঠন করা হবে। ফলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি সরাসরি কোনো শিক্ষক নিয়োগ দিতে পারবে না। নতুন এই কমিশনটির নাম হবে বেসরকারি শিক্ষক নির্বাচন কমিশন (এনটিএসসি)। পিএসসি যেভাবে সারা দেশে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে, সেভাবে সারা দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানান মন্ত্রী।
তিনি বলেন, বিদ্যমান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া জটিল ও এতে আর্থিক কেলেঙ্কারির সুযোগ রয়েছে। অনেক প্রার্থী ও নিয়োগকর্তা অনৈতিক পথ অবলম্বন করেন। ফলে যোগ্যতা থাকা সত্ত্বেও অনেক প্রার্থী শিক্ষক হিসেবে নিয়োগ পান না। এজন্য আমরা এই কমিশন গঠনের উদ্যোগ নিয়েছি।