ঢাকা, ১৪ জুন, ২০১৬ (বাংলা-নিউজ টুয়েন্টিফোর ডটকম): আজ এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেছেন, আপনার মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করতে পারবেন। সুবিধাটি এ বছরই চালু হচ্ছে দেশে । এর আওতায় গ্রাহকরা তাদের মূল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করে বদলি অপারেটরের কলরেটসহ সব প্যাকেজ উপভোগ করতে পারবেন।
বিটিআরসির চেয়ারম্যান বলেন, “মোবাইল নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (এমএনপি) সেবা দেশে চালু হচ্ছে এ বছরের মধ্যেই। আর এর মাধ্যমে গ্রাহকরা তাদের মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করতে পারবেন। এই সেবা চালু করতে গ্রাহকদের লাগবে মাত্র ৩০ টাকা। এসএমএসের মাধ্যমে অপারেটর পরিবর্তন করা যাবে। এ জন্য সর্বোচ্চ ৭২ ঘণ্টা সময় লাগবে।”
শাহজাহান মাহমুদ জানান, এতে করে গ্রাহকরা যে অপারেটরের কল রেট ও অন্যান্য প্যাকেজের মূল্য তুলনামূলক কম তা উপভোগ করতে পারবেন।
পৃথিবীর বিভিন্ন দেশে এই সেবা চালু রয়েছে জানিয়ে বিটিআরসির সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী জানান, পৃথিবীর ৭২টি দেশে মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তনের সুযোগ রয়েছে। বাংলাদেশে এটি চালু হলে নতুন দিগন্তের সূচনা হবে।
গত বছরের মাঝামাঝিতে এমএনপি সেবা চালুর জন্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করে বিটিআরসি। গত মাসে প্রকল্পটি অনুমোদন পায়। এ সেবা দেয়ার জন্য সরকার একটি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য নিলাম অনুষ্ঠিত হবে ২১ সেপ্টেম্বর। আর এর পরপরই চালু হবে এ সেবাটি।