এস, এম, আজিজুল হক, স্টাফ রিপোর্টার-পাবনা, ১১ জুন ২০১৬ (বাংলা-নিউজ টুয়েন্টিফোর ডটকম) : শুক্রবার থেকে শুরু হওয়া পুলিশের সাঁড়াশি অভিযানে পাবনা ও সিরাজগঞ্জে ২৪ ঘন্টায় ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে শনিবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে পাবনার ২৭ জনের মধ্যে সদর থানায় ৪ জন, সুজানগরে ৫ জন, আতাইকুলায় ১ জন, বেড়ায় ১ জন, আমিনপুরে ২ জন, ঈশ্বরদীতে ৯ জন ও আটঘরিয়া থানায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, দেশের চলমান আইন শৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে এই ২৭ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে পুলিশের তালিকাভূক্ত আসামী, মামলার পলাতক আসামী ও নাশকতা সৃষ্টির আশংকায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
একই অভিযানের অংশ হিসেবে সিরাজগঞ্জে আরও ৩১ বিএনপি-জামায়াত নেতাকর্মীসহ বিভিন্ন নিয়মিত মামলার ওয়ারেন্টভুক্ত আসামীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ৮ টা থেকে শনিবার সকাল ৮ টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী জানান,শুক্রবার রাত থেকে সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতার মামলায় জামায়াত-বিএনপি নেতাকর্মী ও নিয়মিত মামলার ওয়ারেন্টভুক্ত আসামীসহ মোট ৩১ জন আসামীকে আটক করা হয়। আটককৃতদের শনিবার দুপুরের পরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
