স্পোর্টস ডেস্ক, ০২ জুন ২০১৬ (বাংলা-নিউজ টুয়েন্টিফোর ডটকম): মহাদেশীয় টুর্নামেন্ট কোপা আমেরিকা ও ইউরো শুরুর আগে বেলজিয়াম ও কলম্বিয়াকে টপকে ফিফা র্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করে নিয়েছে আর্জেন্টিনা।
আগামীকাল শুক্রবার যুক্তরাষ্ট্রে শুরু হতে যাচ্ছে কোপা আমেরিকা। যেখানে র্যাংকিংয়ের ৫ম স্থানে থকেে প্রতিদ্বন্দ্বিতা করবে বর্তমান চ্যাম্পিয়ন চিলি। সর্বশেষ র্যাংকিং অনুযায়ী টুর্ণামেন্টে অংশগ্রহণকারী ব্রাজিল সপ্তম ও উরুগুয়ে নবম অবস্থান লাভ করেছে।
লিওনেল মেসি, সার্জিও এগুইরো ও গঞ্জালো হিগুইনের সমন্বয়ে গড়া আর্জেন্টাইন স্কোয়াড এবারের আসরের অন্যতম ফবোরটি দল।
এদিকে আগামী ১০ জুন ফ্রান্সে ইউরো টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া জার্মানী রয়ছেে ফিফা র্যাংকিংয়ের চতুর্থ স্থান।ে এছাড়া বর্তমান চ্যাম্পিয়ন স্পেন ষষ্ঠ, ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল অষ্টম ও ডার্ক হর্স অস্ট্রিয়া ১০ অবস্থান নিয়ে এই আসরে অংশ নিতে যাচ্ছে। ইংল্যান্ড এবারের আসরের ফেভারিটের তালিকায় থাকলেও শীর্ষ দশে জায়গা হয়নি তাদের। স্বাগতিক ফ্রান্স র্যাংকিংয়ের ১৭ তম স্থানে ঠাই পেয়েছে।
র্যাংকিং (সেরা দশ):
১.আর্জেন্টিনা, ২. বেলজিয়াম, ৩.কলম্বিয়া (+১), ৪. জার্মানি (+১), ৫. চিলি (-২), ৬. স্পেন, ৭. ব্রাজিল, ৮. পর্তুগাল, ৯. উরুগুয়ে, ১০. অস্ট্রিয়া।