স্পোর্টস ডেস্ক, ১৫ মে ২০১৬ (বাংলা-নিউজ টুয়েন্টিফোর ডটকম): জয় দিয়ে ২০১৬ মৌসুম শুরু করলেন বিশ্ব চ্যাম্পিয়ন জ্যামাইকার উসাইন বোল্ট। বিশ্ব রেকর্ডধারী বোল্ট কেম্যান ইনভাইটেশনাল চ্যাম্পিয়নশীপে শনিবার ১০.০৫ সেকেন্ডে ১০০ মিটারের শিরোপা জিতে নতুন মৌসুম শুরু করেন।
আগামী আগস্টে রিও অলিম্পিকের আগে অনুষ্ঠিত এ চ্যাম্পিয়নশীপে রানার আপ হওয়া আমেরিকার ডেন্টরিয়াস লকের .০৭ সেকেন্ডে আগে দৌঁর ফিনিশিং লাইন স্পর্শ করেন বোল্ট।
বোল্ট বলেন, ‘এটাই আমার সেরা নয়। কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে কত তাড়াতাড়ি আমি ইনজুরি থেকে মুক্ত হতে পারি।’
‘যতটা চেয়েছিলাম ততটা ভাল আমি বোধ করিনি। কিন্তু সব সময়ই আমি যে কথা বলে থাকি- প্রথমবার দৌঁড়াতে নেমেই ভাল করাটা কঠিন।’
রেসার্স ট্র্যাক ক্লাবে বোল্টের সঙ্গে অনুশীলন করা আরেক জ্যামাইকান কেমার বেইলি-কোল ১০.১৮ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন।
ব্রাজিলে অনুষ্ঠিতব্য অলিম্পিকে ১০০, ২০০০ এবং ৪ী১০০ মিটার রিলেতে শিরোপা অক্ষুন্ন রাখতে চান বোল্ট। রিও গেমসই নিজের শেষ অলিম্পিক বলে ইতোপুর্বেই ঘোষণা দিয়েছেন বোল্ট। তাই এক নাগারে তৃতীয় শিরোপা জিতেই অলিম্পিক থেকে বিদায় নিতে চান তিনি।
আগামী সপ্তাহে অস্ট্রাভাতে ট্র্যাকে নামতে যাওয়া বোল্ট বলেন নিজের ফর্ম নিয়ে মোটেই চিন্তিত নন তিনি।
বোল্ট বলেন, ‘এটা কেবলমাত্র আরো দৌঁড়ের ব্যাপার। আমার আরো কি করা দরকার সেটা বুঝবেন আমার কোচ। কিন্তু এই মুহূর্তে আমার আরো দৌঁড় দরকার মাত্র। আমি যত বেশি দৌঁড়াব তত বেশি ভাল করব এবং আমি তারই অপেক্ষায় আছি। ’
‘আমি মোটেই চিন্তিত নই, আমি খুবই খারাপ অবস্থায় ছিলাম। কেবলমাত্র মরচে পড়ে গিয়েছিল। তবে নিশ্চিত যে আমি আরো ভাল করব।’