প্রিয়া আমান জানান, গত ৩০ সেপ্টেম্বর কারওয়ান বাজারের ইউটিসি ভবনের এক শ্যুটিং হাউজে ‘ইয়েস ম্যাডাম নো স্যার’ শিরোনামের একটি ধারাবাহিক নাটকে একটি চরিত্রের প্রয়োজনে তিনি চোখে আলগা লেন্স ব্যবহার করেন। শ্যুটিং শেষে লেন্স খুলে ফেলার পরপরই তিনি চোখে প্রচণ্ড ব্যথা অনুভব করেন।
তিনি আরও বলেন, ‘লেন্স খোলার পর চোখে অসহ্য যন্ত্রণা অনুভব করি। এরপর থেকে আমি চোখে কিছু দেখতে পারছি না।’
চোখের চিকিৎসকরা চিকিৎসা দেয়া শেষে তাকে জানান, যে লেন্সটি তিনি চোখে পরেছিলেন, সেটি ছিল মেয়াদ উত্তীর্ণ। এ কারণে লেন্সের রং চোখের ভেতরে ছড়িয়ে পড়ে কর্ণিয়া ক্ষতিগ্রস্ত করেছে। সৌজন্যে প্রিয়.কম