ইন্টারন্যাশনাল ডেস্ক, ০৭ এপ্রিল ২০১৬ (বাংলা-নিউজ টুয়েন্টিফোর ডটকম): বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অ্যাকাউন্ট থেকে টাকা চুরির সঙ্গে দুই চীনা নাগরিকের জড়িত থাকা নিয়ে ফিলিপাইন সিনেট কমিটি সদস্যদের বক্তব্য নাকচ করে দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার বেইজিংয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে রিজার্ভ চুরিতে কোনো চীনা নাগরিকের যোগসাজসের বিষয়টি নাকচ করে দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং।
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে চুরির এ টাকার বেশির ভাগ অংশ ফিলিপাইনের ব্যাংকিং সিস্টেমে আনায় দুই চীনা নাগরিক জড়িত বলে দেশটির সিনেট কমিটির শুনানিতে উঠে আসে। ওই দুই চীনা হচ্ছেন শুহুয়া গাও এবং দিং জিজি। তবে চুরির ঘটনা জানাজানি হওয়ার পর থেকে দু’জনই আত্মগোপনে আছেন।
ব্যাংক জালিয়াতির ইতিহাসের বড় এ ঘটনা ফাঁস হওয়ার পর থেকে গত দেড় মাসে চার দফা শুনানি করে ফিলিপাইন সিনেট কমিটি। গত সোমবার (৪ এপ্রিল) একই ইস্যুতে চুতর্থ দফা শুনানি হয়।
এদিকে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং বলেন, ‘সাইবার অপরাধ এবং অপরাধীদের নিয়ে চীনের অবস্থান একই পর্যায়ে আছে। চীন মুক্ত, নিরাপদ, সহযোগিতামূলক এবং শান্তিপূর্ণ সাইবার স্পেস চায়।’ সাইবার হ্যাকারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বেইজিং সরকার বদ্ধপরিকর বলেও জানান এ মুখপাত্র।
অন্যদিকে নির্ভরযোগ্য তথ্য সম্পর্কে নিশ্চিত না হয়ে কোনো দেশের নাগরিকের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তোলা যথার্থ নয় বলেও মন্তব্য করেন চীনা মুখপাত্র লু ক্যাং। তিনি সতর্ক করে দিয়ে বলেন, ‘সাইবার অপরাধে অনুমাননির্ভর শব্দ ‘সম্ভাব্য কিংবা হতে পারে’ ব্যবহার দায়িত্বহীনতার পরিচায়ক এবং সাইবার সহযোগিতায় বিরুপ প্রভাব ফেলবে।’