
তিনি জানান, গত ৩১ মার্চ ১৫ লাখ টাকাসহ ত্রিশাল থানার ১নং ধানীখোলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য শামছুদ্দিন দুলালকে অজ্ঞাতনামা অপহরণকারীরা কৌশলে অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ বিষয়ে দুলাল মেম্বারের জামাতা মো. হামিদুল ইসলাম অভিযোগ করলে এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে এসআই মনিরুজ্জামান, এএসআই শামীম হোসেন ও সঙ্গীয় ফোর্স বাতেনসহ গতকাল রাত আড়াইটার দিকে মাসকান্দা আমিরাবাদ আবাসিকে ডা. নাসিমের বাসায় অভিযান চালিয়ে অপহরণকারীদের আটক করেন।
ডিবি ওসি আরও জানান, অপহরণচক্রটি দীর্ঘদিন ধরে এ কাজ করে আসছে। এরা একেক সময় একেক রূপ নিয়ে অপহরণ করে আসছে। মহিলাটি এক সময় ইরানি মেয়ে সাজে, আবার অন্য সময় বিদেশি নাগরিক। তার মূল পেশা হলো দেহ ব্যবসা। এই দেহ ব্যবসা দিয়ে তিনি বিভিন্ন সময় ব্ল্যাকমেইল করতেন পুরুষদের। নিজের সঙ্গে নানা রকম অন্তরঙ্গ ছবি তুলে এই ব্ল্যাকমেইল করা হতো। আটককৃতদের সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।