ঢাকা, ০৩ এপ্রিল ২০১৬ (বাংলা-নিউজ টুয়েন্টিফোর ডটকম): আজ রোববার (৩ এপ্রিল) ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে প্রাক-বাজেট আলোচনাকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন এবছরও ২০১৬-১৭ বাজেটকে সামনে রেখেও ব্যাংক কমিশন গঠনের কোনো পরিকল্পনা আপাতত নেই। অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আর্থিক খাতে বিশৃঙ্খলা ঠেকাতে কমিশন গঠনের প্রসঙ্গ উঠলে এ তথ্য জানান মুহিত।
অর্থমন্ত্রী বলেন, ‘আপাতত ব্যাংক কমিশন গঠনের ইচ্ছে নেই। বিভিন্ন ব্যাংকের দুর্নীতির বিষয়ে তদন্ত চলছে। রিজার্ভের চুরি অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এসব প্রতিবেদন অনুসারে পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’
এর আগে ব্যাংকিং খাতের সংস্কারের লক্ষ্যে গত বছরের বাজেটে ব্যাংক কমিশন গঠনের কথা বলেছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। কিন্তু অবশেষে তা হয়নি।