বিনোদন ডেস্ক, ২৬ ফেব্রুয়ারি ২০১৬ (বাংলা-নিউজ টুয়েন্টিফোর ডটকম): পুনের ইয়েরওয়াড়া জেল থেকে মুক্তি পেয়ে ভক্তদের ভালোবাসায় মুগ্ধ হলেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় কাঁধে ঝোলানো ব্যাগ, বাঁ হাতে বুকের কাছে ধরা ফাইল নিয়ে জেলের বাইরে এসে জেলের দিকে ঘুরে মাটিতে হাত ছুঁয়ে প্রণাম করলেন। তার পর স্যালুট। কারাগার থেকে বের হওয়ার আগে জাতীয় পতাকার প্রতি সম্মান জানান সঞ্জয়। এ সময় তার চার বছরের শ্রমের মূল্য হিসাবে ৪৪০ রুপি তার হাতে তুলে দেয় জেল কর্তৃপক্ষ। কারাগারের অন্য বন্দিরা তাকে বিদায় সংবর্ধনা জানান।
জেল থেকে বেরিয়ে গাড়িতে করে সোজা বিমানবন্দরে পেঁৗছান এই অভিনেতা। সেখান থেকে চাটার্ড বিমানে করে মুম্বাই গিয়ে প্রথমেই সিদ্ধিবিনায়ক মন্দির হয়ে মেরিন লাইনে মা নার্গিসের সমাধিস্থলে যান সঞ্জুবাবা। তার পর বাডি ফেরেন তিনি। মুক্তির পর থেকেই তার সঙ্গে রয়েছেন স্ত্রী মান্যতা ও পরিচালক রাজকুমার হিরানি। মুম্বাই বিমানবন্দরে ছোট্ট প্রতিক্রিয়ায় পাশে থাকার জন্যে ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন মুন্নাভাই। তিনি বলেন, ‘ভক্তদের ভালোবাসার কারণে দ্রুত মুক্তির আনন্দ উপভোগ করতে পারছি।’
ভালো আচরণের জন্য নির্দিষ্ট মেয়াদের ১০৫ দিন আগে মুক্তি পেলেন অস্ত্র আইনে দোষী সাব্যস্ত সঞ্জয় দত্ত। গতকাল বিকেলে এক সংবাদ সম্মেলন করেন তিনি।
সঞ্জয় দত্তের জীবনের গুরুত্বপূর্ণ এ সময় ক্যামেরায় ধারণ করেছেন পরিচালক রাজকুমার হিরানি। তাকে নিয়ে নির্মিত বায়োপিক-এ মুহূর্তটি তুলে ধরবেন তিনি।
তবে এ মুহূর্তে অভিনয় নিয়ে কিছু ভাবেননি সঞ্জয়। মাসখানেক পরিবার নিয়েই ব্যস্ত থাকতে চান তিনি। এখন দেখার, ‘খলনায়ক’ আবার কবে নায়ক হন!
মুম্বাই বিস্ফোরণের সময় বেআইনি অস্ত্র রাখার দায়ে শাস্তির কোপে পড়েন বলিউড সুপারস্টার। কিন্তু সংশোধনাগারে থাকার সময় ভালো আচরণের জন্য মুন্নাভাইকে আগাম মুক্তি দেওয়া হয়। যদিও মুক্তির আগে এর বিরুদ্ধে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। অভিযোগ উঠেছিল, সুপারস্টার হওয়ার সুবাদে সাজার মেয়াদ শেষের আগেই মুক্তির জন্য তাকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার।