
নাসিম এ আশ্বাস দেন।
এ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর মানুষ ভোগান্তিতে পড়বে কি-না এমন এক প্রশ্নের জবাবে নাসিম বলেন, শনিবার এমনিতেই সরকারি ছুটির দিন। তারপরও আমাদের দলীয় নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে রাস্তার দুই পাশে অবস্থান নেবেন। আর আমাদের কেন্দ্রীয় নেতা মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, এম এ আজিজ এবং মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া খোলা জিপে করে পরিস্থিতি মনিটর করবেন। এতে করে আশা করি সাধারণ জনগণের কোনো ভোগান্তি হবে না।
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী রাস্তায় থাকবে। আমাদের নেতা-কর্মীরা রাস্তার দুই পাশে অবস্থান করবেন। তারা রাস্তায় নামবেন না। দুই পাশে সুশৃঙ্খলভাবে অবস্থান করলে ভোগান্তি হওয়ার কথা না।
“সরকার উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে চাপাচ্ছে” ইতালিয়ান নাগরিক হত্যা প্রসঙ্গে বিএনপির এমন অভিযোগের জবাবে নাসিম বলেন, তারা (বিএনপি) কখনোই সরকারের ভালো কাজে সমর্থন করে না। যখনই কোনো ভালো কাজ হয় তখনই তারা বিভ্রান্তি ছড়ায়।
এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর এ অর্জন শুধু আওয়ামী লীগের নয়, দেশবাসীর অর্জন। এজন্য শুধু আওয়ামী লীগের নেতা-কর্মী নয় সমগ্র ঢাকাবাসীকে স্বতস্ফূর্তভাবে প্রধানমন্ত্রীর এ গণসংবর্ধনা কর্মসূচিতে অংশ নেয়ার আহ্বান জানাবো। বেলা ১২টা থেকে দলীয় নেতাকর্মীদের রাস্তার পাশে অবস্থান নেওয়ার আহ্বান জানাবো।
যৌথ সভায় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সমাজকল্যাণ সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, ঢাকা দক্ষিণ সিটি করেপারেশনের মেয়র সাঈদ খোকন, জাহিদ হাসান রাসেল, ডা. এনামুর রহমান প্রমুখ।