ঢাকা, ০৬ জানুয়ারী ২০১৬ (বাংলা-নিউজ টুয়েন্টিফোর ডটকম): আজ রাজধানীতে বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে শিশু একাডেমী আয়োজিত শিশুদের মৌসুমী প্রতিযোগিতা-২০১৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিশুদের সাংস্কৃতিক চর্চার আরো বেশী সুযোগ করে দিতে হবে।
শিশুদের সার্বিক বিকাশ ও সুনাগরিক হিসেব বেড়ে ওঠায় সাংস্কৃতিক চর্চার ভূমিকা অপরিসীম উল্লেখ করে তিনি বলেন, সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে শিশুদের সুকুমার বৃত্তি ও মানবিক গুণাবলীর বিকাশ ঘটে।
স্পিকার বলেন, বর্তমান সরকার শিশুদের সার্বিক কল্যাণে কাজ করে চলেছে। শিশুদের পুষ্টি, স্বাস্থ্য, শিক্ষাসহ সকল ক্ষেত্রে সরকার বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করছে।
স্পিকার সমাজের সুবিধা বঞ্চিত ও দরিদ্র শিশুদের কল্যাণে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ও ব্যক্তিসহ সকলকে এগিয়ে আসার আহবান জানান।
তিনি দেশাত্ববোধ ও সুষ্ঠু জাতি গঠনের মানসিকতা নিয়ে যেন শিশুরা বেড়ে উঠতে পারে সেজন্য অভিভাবক ও শিক্ষকদেরকে যথাযথ দায়িত্ব পালনের ওপর গুরুত্ব প্রদান করেন। এছাড়া তিনি পড়ালেখার পাশাপাশি শিশুদের প্রতিভা বিকাশে সহশিক্ষা কার্যক্রমের উপরও গুরুত্ব দেন।
বাংলাদেশ শিশু একাডেমীর চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বাংলাদেশ শিশু একাডেমীর পরিচালক মোশাররফ হোসেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।