
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ নিজেদের পক্ষে কৃত্রিম বিজয়ী দেখানোর জন্য এ তাণ্ডব চালানো হচ্ছে। আর এই কাজগুলো হচ্ছে পুলিশ, প্রশাসনের ছত্রছায়ায়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গুলিতে নিহত ব্যক্তিকে যুবদলের কর্মী দাবি করে তিনি বলেন, ‘সাতকানিয়া পৌরসভায় সাতকানিয়া সরকারি কলেজ কেন্দ্রে ছাত্রলীগ ক্যাডারদের বেপরোয়া গুলিতে যুবদল নেতা নুরুল আমিনকে হত্যা করা হয়েছে। ব্যাপক গুলিবর্ষণ ও বোমাবাজি করে বাকি কেন্দ্রগুলো দখল করে নিচ্ছে। সেখানে র্যাব পুলিশের সদস্যরা মূর্তির মতো ঠায় দাঁড়িয়ে আছেন।’
কেন্দ্র দখল ও এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘মিরসরাই, রাঙ্গুনিয়ায় বিএনপির এজেন্টদের বের করে দিয়ে সবগুলো কেন্দ্র দখল করে নিয়েছে। কুমিল্লার লাকসামে চারটি, চৌদ্দগ্রামে পাঁচটি, দাউদকান্দিতে সাতটি কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টদের বের করে দিয়ে নৌকা প্রতীকে সিল মারছে সরকার সমর্থকরা। চান্দিনায় সবকটি কেন্দ্র দখল করে নিয়েছে।’