ঢাকা, ১৬ ডিসেম্বর ২০১৫ (বাংলা-নিউজ টুয়েন্টিফোর ডটকম): বুধবার (১৬ ডিসেম্বর) ভোর ৬টা ৪৭ মিনিটে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর পর বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এরপর জাতীয় স্মৃতিসৌধ সর্ব সাধারনের জন্য উন্মুক্ত করা হয়। বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ঢল নামে লাখো মানুষের।
সকাল সাড়ে এগারটার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
লাল সবুজের পতাকা ও নানা ফুলের সমারোহ আর বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠেছে জাতীয় স্মৃতিসৌধ। রাজনীতিবিদ, বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজসহ নানা রাজনৈতিক, সমাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো দল বেঁধে একে একে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। আরও রয়েছে শিশু কিশোরসহ সব বয়সের সাধারণ মানুষ।
স্মৃতিসৌধের মূল ফটক থেকে সৌধ পর্যন্ত নানা রঙের ফুল ও ব্যানার নিয়ে লাইনে দাঁড়িয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য অপেক্ষা করছে হাজার হাজার মানুষ। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে সাভারের জাতীয় সৃতিসৌধ এলাকা, একই সঙ্গে সৃতিসৌধের সর্বত্র চলছে দেশের গান।
স্মৃতিসৌধ এলাকায় মানুষের নিরাপত্তার জন্য তিন স্তরের নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করা হয়েছে।
এছাড়া নিরাপত্তা ব্যবস্থাকে সুদৃঢ় করতে সাভারসহ বিভিন্ন জেলা থেকে অতিরিক্ত পুলিশ ফোর্স আনা হয়েছে। সৃতিসৌধের এলাকায় সিসি ক্যামেরা বসানো হয়েছে যাতে কোন বড় ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।