৩:৪৯ অপরাহ্ণ - শনিবার, ১৬ ফেব্রুয়ারি , ২০১৯
Breaking News
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3
Home / আন্তর্জাতিক / এ বছর সাহিত্যে সাউথ ইস্ট এশিয়া রাইট অ্যাওয়ার্ড জিতলেন জামালুদ্দীন মোহাম্মদ সালি

এ বছর সাহিত্যে সাউথ ইস্ট এশিয়া রাইট অ্যাওয়ার্ড জিতলেন জামালুদ্দীন মোহাম্মদ সালি

jamaluddin sali   12.12.15ইন্টারন্যাশনাল ডেস্ক, ১২ ডিসেম্বর ২০১৫ (বাংলা-নিউজ টুয়েন্টিফোর ডটকম): এ বছর সাহিত্যে সম্মানজনক সাউথ ইস্ট এশিয়া রাইট অ্যাওয়ার্ড জিতলেন ৭৬ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত লেখক জামালুদ্দীন মোহাম্মদ সালি। তার রচিত ৫৭টি বই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়।
শনিবার গণমাধ্যমের এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।
বেশ কয়েকটি সাহিত্য পুরস্কার বিজয়ী জামালুদ্দীন মোহাম্মদ সালি ৫০ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছেন।
খবর বার্তা সংস্থা পিটিআই’র।
তিনি যেসব পুরস্কার পেয়েছেন সেগুলোর মধ্যে সিঙ্গাপুরের সম্মানজনক কালচারাল মেডালিয়োন ও তামিল নাড়–র বেশ কয়েকটি পুরস্কার রয়েছে।
সোমবার তিনি সাউথ ইস্ট এশিয়া রাইট অ্যাওয়ার্ড পুরস্কার গ্রহণ করবেন।
জামালুদ্দীন জেএম সালি নামে অধিক পরিচিত। তিনি ৫৭টি উপন্যাস, ৮০টি নাটক ও ৪শ’র বেশি ছোট গল্প লিখেছেন।
তার ছোট গল্পগুলোর মধ্যে ভেল্লাই কোদুগাল (সাদা রেখা), অ্যালেইগাল পেসুগিনরানা (তরঙ্গের আওয়াজ) উল্লেখযোগ্য।
তার এসব লেখনি সিঙ্গাপুর ও ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে অন্তর্ভূক্ত করা হয়েছে।
সালি স্ট্রেইটস টাইমসকে বলেন, ‘এই পুরস্কার আমি না, সিঙ্গাপুর লাভ করেছে বলে আমি মনে করি। এই বিজয় আমার একার না, গোটা সিঙ্গাপুরের। এখানকার মেধাবী সাহিত্যিক ও লেখকদের তাদের মায়ের ভাষায় লিখে যেতে উৎসাহ প্রদান করতে আমরা পুরস্কার দিতে পারব বলে আমি আশা করি।’
সালি বলেন, ‘ভারতের ম্যাগাজিনগুলোর পক্ষ থেকে এখনো আমাকে আর্টিকেল লিখতে বলা হয় । তারা যতদিন চাইবে আমি লিখে যাব।’
তিনি স্ত্রী ও ২৮ বছর বয়সী ছেলেকে নিয়ে সিঙ্গাপুরে বাস করেন।
সালি ১৯৩৯ সালে মাদ্রাজে জন্ম গ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন পান বিক্রেতা ও মা গৃহিণী।
তামিল মুরাসু পত্রিকার প্রতিষ্ঠাতা প্রয়াত জি সারাঙ্গাপানি তাকে পত্রিকাটির সহকারী সম্পাদক হিসেবে যোগদানের জন্য সিঙ্গাপুরে আসার আমন্ত্রণ জানান। তখন সালির বয়স ছিল মাত্র ২৫ বছর।
তিনি স্থানীয় সম্প্রচার কেন্দ্রে কাজ করতেন। তিনি মার্শাল আর্ট কিংবদন্তী ব্রুসলি ও কিংবদন্তী মুষ্টিযোদ্ধা মুহাম্মদ আলীর মতো বিখ্যাত মানুষ নিয়ে বই লিখেন।
প্রতিবছর দক্ষিণ পূর্ব এশিয়ার কবি ও লেখকদের সাউথ ইস্ট এশিয়া রাইট অ্যাওয়ার্ড দেয়া হয়। এ পুরস্কার দেয়া শুরু হয় ১৯৭৯ সালে।

অন্যরা য়া পড়ছে...

Loading...চেক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওমরাহ পালন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ১৯ সেপ্টেম্বর ২০১৮ইং (বাংলা-নিউজ টুয়েন্টিফোর ডটকম): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার রাতে এখানে পবিত্র …

জনগণ ছেড়ে বিদেশিদের কাছে কেন : ঐক্যফ্রন্টকে ওবায়দুল কাদের

গাজীপুর, ১৯ সেপ্টেম্বর ২০১৮ইং (বাংলা-নিউজ টুয়েন্টিফোর ডটকম): শুক্রবার বিকেলে গাজীপুরের চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চার লেনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

My title page contents